নিজস্ব প্রতিবেদক :
মহামারি করোনা ভাইরাসের মর্ডানার টিকার প্রথম ডোজ নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
সোমবার বিকেলে ৩:৫৬ মিনিটের দিকে শেখ রাসেল গাস্ট্রো লিভার ইনস্টিটিউট হাসপাতালে তিনি টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
রবিবার খালেদা জিয়ার মেডিকেল দলের সদস্য ও দলটির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসাইন ইউএনবিকে জানান, ‘ম্যাডাম করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার আনুষ্ঠানিক এসএমএস পেয়েছেন।’
উল্লেখ্য এপ্রিলের ১১ তারিখ খালেদা জিয়া করোনা পজেটিভ শনাক্ত হন। এর ২৭ দিন পর ৮ মে তিনি করোনা মুক্ত হন।
আরও পড়ুন
বিমানবন্দরগুলোতে ফি বাড়ানোর পরিকল্পনা : আকাশভ্রমণে বাড়তি টাকা গুনতে হবে যাত্রীদের
চলমান রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনীতি জিম্মি: ব্যবসায়ী নেতারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ওসিদের বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ ইসি’র