অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৮০ লাখের কাছাকাছি পৌঁছেছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৫৯৫ জন এবং মারা গেছেন ৬৫ লাখ ৬৩ হাজার ৭৭৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৮৬ লাখ ৮ হাজার ৪৩১ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৮৮ হাজার ৪৭১ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৬ লাখ ১৬ হাজার ৩৯৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৮২২ জনে।
এদিকে, বুধবার দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত নতন ৩০ হাজার ৫৩৫ জন শনাক্তসহ মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫০ লাখ ২৫ হাজার ৭৪৯ জন।
এছাড়াও আরও ১৫ জনসহ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭২৩ জনে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২