October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 7th, 2022, 8:17 pm

করোনার পর স্বাভাবিক হচ্ছে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ কমে যাওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দেশটি।
এ অবস্থায় করোনার কারণে দেওয়া দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রত্যাহার করেছে দেশটির সরকার। সচল হতে শুরু করেছে দেশটির অর্থনীতি। দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ কমে যাওয়ায় করোনা মোকাবিলায় আরোপিত দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রত্যাহার করেছে দেশটির সরকার। গত বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। করোনায় কর্মহীনদের জন্য মাসিক প্রণোদনা আগামী এক বছর চালু রাখার আশ্বাস দিয়েছেন তিনি। এরই মধ্যে করোনা মহামারি ভয়াবহতা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে দেশটির পরিস্থিতি। আবারও সচল হতে শুরু করেছে দেশটির অর্থনীতিও। এতে আবারও ব্যবসা-বাণিজ্য আগের অবস্থায় ফিরবে বলে আশা দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। একজন বলেন, করোনার চতুর্থ ঢেউ সামলে মৃত্যুর হার এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকাগ্রহণে উদ্বুদ্ধ করছে দেশটির সরকার।