October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 22nd, 2021, 7:50 pm

করোনায় আক্রান্ত ডি ব্রুইন

অনলাইন ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ‘এ’ গ্রুপে গ্রুপ সেরা হওয়ার জন্য জোর লড়াই চলছে ফ্রান্সের জায়ান্ট পিএসজি এবং ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির মধ্যে। এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে দুই দলের পরবর্তি ম্যাচটি। পিএসজি এবং ম্যানসিটি মুখোমুখি হবে এই ম্যাচে। ম্যানসিটির মাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম লেগের ম্যাচে পিএসজির মাটিতে পিএসজি জিতেছিল ২-০ গোলে। এবার ম্যানসিটির মাঠে প্রতিশোধের সুযোগ স্বাগতিকদের। চলতি মাসের ২৪ তারিখ দিবাগত রাত ২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচের আগে গ্রুপে ৪ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানসিটি। ৪ ম্যাচে ৯ পয়েন্ট তাদের। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তার পরই আছে পিএসজি। তাই দুই দলের পরের ম্যাচটির গ্রুপ সেরা নির্ধারণ করে দিতে পারে। এই ম্যাচে ম্যানসিটি পাবে না তাদের দলের সেরা তারকা কেভিন ডি ব্রুইনকে। বেলজিয়ামের হয়ে ম্যাচ খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। এই করোনার কারণে তাকে এখন থাকতে হবে আইসোলেশনে।