October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 6th, 2022, 7:56 pm

করোনায় আক্রান্ত দেব-রুক্মিনী

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টালিগঞ্জের অভিনেতা, তৃণমূল কংগ্রেসের এমপি দেব ও অভিনেত্রী রুক্মিনী মৈত্র। বুধবার রাতে আলাদা আলাদা টুইটে নিজেদের আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন টালিগঞ্জের এ তারকা জুটি। কয়েকদিন ধরেই জ¦রে ভূগছিলেন রুক্মিনী। দিন দুয়েক আগে নমুনা পরীক্ষায় করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ এলেও বুধবার তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান এ অভিনেত্রী। মঙ্গলবার রুক্মিনীর জ্বরের খবর গণমাধ্যমে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। মঙ্গলবার মধ্যরাতে এক টুইটে সেই খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছিলেন এ চিত্রনায়ক। বুধবার সকালে আরটি-পিসিআর পরীক্ষার জন্য নমুনা জমা দেওয়ার পর রাতে করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসার কথা জানান দেব। তিনি টুইটে জানান, আক্রান্ত হলেও তার করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। বর্তমানে নিজের বাসায় আইসোলেশনে আছেন। রুক্মিনী মৈত্র টুইটে জানান, পারিবারিক চিকিৎসকের পরামর্শে তিনিও বাসায় আইসোলেশনে আছেন।