অনলাইন ডেস্ক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে চারটার দিকে মেয়র তাপসের করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, গত রোববার থেকে মেয়রের স্ত্রী আফরিন তাপসও করোনায় আক্রান্ত। এ ছাড়া মেয়রের দেহরক্ষী শেখ আশিকুজ্জামানও করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে মেয়রের দুই ছেলের করোনা শনাক্ত হয়েছিল। তবে তাদের এখন করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। তিনি বলেন, শুক্রবার সন্তানদের নিয়ে মেয়রের লন্ডনে যাওয়ার কথা ছিল। এজন্য করোনা পরীক্ষা করান তিনি। সকালে তিনি নগর ভবনে এসেছিলেন। এখন বাসায় অবস্থান করছেন।
আরও পড়ুন
চৈত্রঘাট এলাকায় ধলাই নদীর সেতুতে ধ্বস
ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৯৫০
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩