October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 23rd, 2021, 6:43 pm

করোনায় প্রবীণ সাংবাদিক রুহুল কুদ্দুসের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রবীণ সাংবাদিক মুহাম্মদ রুহুল কুদ্দুস। বুধবার সন্ধ্যায় সোহরাওয়ার্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলে ও আত্বীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

রুহুল কুদ্দুস সর্বশেষ বাংলাদেশ সংবাদ সংস্থায় সিনিয়র সাব এডিটর হিসেবে কমর্রত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি ১৯৮০ সালে সাপ্তাহিক পাবনা বার্তায় সাংবাদিক হিসেবে যোগদান করেন। ঢাকায় এসে দৈনিক বাংলা, বাসস সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন।

এক সময় বাংলাদেশ টেলিভিশনে নদী ও পানি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘সুখ দুঃখের নদী’ এবং ‘দৈনন্দিন খাবার ও পুষ্টি’ অনুষ্ঠান পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করতেন তিনি। এছাড়াও বাংলাদেশ -দক্ষিণ আফ্রিকা মৈত্রী সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন তিনি।

বৃহস্পতিবার পাবনার বেড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য রুহুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

(সূত্র: ইউএনবি)