অনলাইন ডেস্ক :
করোনার সংক্রমণ বাড়ায় হংকংয়ের স্বাস্থ্য ব্যবস্থায় অতিরিক্ত চাপ পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, হাসপাতালের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় রোগীদের বাইরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত বুধবার বিবিসি জানিয়েছে, এই মুহূর্তে করোনার পঞ্চম ঢেউয়ের বিরুদ্ধের লড়াইয়ের কথা স্বীকার করেছে হংকং সরকার। তবে সংক্রমণ প্রতিরোধে বিস্তৃত লকডাউনের সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়েছে। গত বুধবার হংকংয়ে নতুন করে চার হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছে ৯ জন। সংক্রমণের বিস্তার ঠেকাতে স্থানীয় সরকারকে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। হংকংয়ের ব্যাপারে চীনা প্রেসিডেন্টের এ ধরনের নির্দেশনা বিরল। কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে ভর্তির জন্য অপেক্ষা করছে ১০ হাজারের বেশি করোনা আক্রান্ত। যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে দৈনিক আক্রান্তের সংখ্যা শিগগিরই ২৮ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন
১১ লাখ আফগান শিশু ভয়াবহ অপুষ্টির মুখে পড়তে পারে
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীই অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন
আরব আমিরাতসহ আরও ৩ দেশে মাঙ্কিপক্স শনাক্ত