October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 13th, 2021, 7:06 pm

করোনায় ভেনেজুয়েলার কারাবন্দি সাবেক মন্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক :

ভেনেজুয়েলার সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল (অব.) রাউল বাদুয়েল কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন। গত মঙ্গলবার দেশটির অ্যাটর্নি জেনারেল এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সালে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন রাউল বাদুয়েল। মূলত সে সময় তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। পরে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ২০১৭ সালে বাদুয়েলকে কারাগারে নেওয়া হয়। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক সাব টুইটে বলেন, ‘কোভিড-১৯ আক্রান্তের পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাউল ইসাইস বাদুয়েলের মৃত্যুতে আমরা শোকাহত। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি।’ তবে রাউল বাদুয়েলকে হাসপাতালে নেওয়া হয়েছিল কিনা তা নিশ্চিত করেননি অ্যাটর্নি জেনারেল। মানবাধিকার সংগঠনগুলো সাবেক এই মন্ত্রীর মৃত্যুতে সরকারকে দায়ী করছে।