October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 27th, 2021, 7:46 pm

করোনায় স্থগিত আর্সেনালের ম্যাচ

অনলাইন ডেস্ক :

প্রিমিয়ার লিগে করোনাভাইরাসের প্রভাবে স্থগিত ম্যাচের তালিকায় এবার যোগ হলো আর্সেনালের নামও। পিছিয়ে দেওয়া হলো উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে তাদের আগামী মঙ্গলবারের ম্যাচ। এক বিবৃতিতে রোববার বিষয়টি জানায় লিগ কর্তৃপক্ষ। এই নিয়ে উলভারহ্যাম্পটনের টানা দুটি ম্যাচ স্থগিত হলো। ইংল্যান্ডের শীর্ষ লিগে কোভিডের প্রাদুর্ভাবে আগেই স্থগিত হয়েছিল ‘বক্সিং ডে’তে লিভারপুল-লিডস, উলভারহ্যাম্পটন-ওয়াটফোর্ড ও এভারটন-বার্নলির ম্যাচ। অ্যাস্টন ভিলার বিপক্ষে লিডসের আগামী মঙ্গলবারের ম্যাচও স্থগিতের ঘোষণা আসে গত রোববার। সব মিলিয়ে গত কয়েক সপ্তাহে লিগে স্থগিত হওয়া ম্যাচের সংখ্যা দাঁড়াল ১৫টি। একের পর এক ম্যাচ স্থগিতের হিড়িকেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি প্রিমিয়ার লিগ। বিভিন্ন সময়ে দলগুলো খেলার মাঝে কিছুদিনের জন্য বিরতি দেওয়ার আহ্বান জানালেও লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে আগামী ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই হবে। প্রিমিয়ার লিগে একটি দলের ম্যাচ স্থগিতের আবেদন কেবল তখনই মঞ্জুর করা হয় যখন দলটির হাতে মাঠে নামানোর জন্য একজন গোলরক্ষকসহ ১৪ জনের কম খেলোয়াড় থাকে।