October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 25th, 2021, 7:00 pm

করোনা আক্রান্ত এড শেরান

অনলাইন ডেস্ক :

আমেরিকান গায়ক অ্যাড শেরান করোনায় আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে খবরটি নিজেই ভক্তদের জানিয়েছেন তিনি। এড তার ইনস্টাগ্রামে লিখেছেন, আমি কোভিডে আক্রান্ত হয়েছি। এই মুহূর্তে কোয়ারেন্টিনে আছি। সরকারের যাবতীয় বিধি নিষেধ মেনে চলার চেষ্টা করি। পাশাপাশি আগে থেকে নির্ধারিত সাক্ষাৎকার এবং কাজ বাদ না দেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি। বাড়িতে থেকেই সব কাজ করবেন তিনি। পোস্টে অ্যাড শেরান আরও লেখেন, ‘এই মুহূর্তে আমি কারও সঙ্গে দেখা করতে পারছি না। আগে থেকে নির্ধারিত সাক্ষাৎকার এবং শো বাড়ি থেকেই করব। এজন্য কারও অসুবিধা হলে আমি ক্ষমা চাইছি। সবাই সুস্থ থাকুন।’ এর মধ্যেই মুক্তি পাচ্ছে শেরানের চতুর্থ অ্যালবাম। ‘স্যাটারডে নাইট লাইভ’ নামের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে যাওয়ার কথা ছিল তার। তবে সে সব এখন আর সশরীরে যাওয়ার অবস্থা নেই। কাজ চালাবেন বাড়ি থেকেই। প্রিয় গায়কের এই খবরে মন খারাপ ভক্তদেরও। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তার ভক্তরা। এড শেরান একজন ব্রিটিশ গায়ক, গীতিকার ও সুরকার। সারা বিশ্ব জুড়ে তার অগণিত ভক্ত। ৩০ বছরেই রচনা করেছেন জনপ্রিয় কিছু গান। এর মধ্যে শেপ অব ইউ, পারফেক্টসহ বেশ কিছু গান জনপ্রিয় হয়েছিল বিশ্বব্যাপী।