November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 14th, 2021, 7:33 pm

করোনা আক্রান্ত কারিনা সিলগালা করা হলো বাড়ি

অনলাইন ডেস্ক :

সোমবারই বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও অমৃতা আরোরার করোনার পজিটিভি হওয়ার খবর সামনে এসেছে। করোনা নিয়ে কারিনা সঠিক তথ্য দিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। আর এরই জের ধরে সিলগালা করে দেওয়া হয়েছে কারিনার বাড়ি। করোনাবিধি ভেঙে একাধিক পার্টি করেছেন বেবো-অমৃতারা, এমন অভিযোগ করেছে বৃহন্মুম্বাই পৌরসভা (বিএমসি)। বিবৃতিতে জানানো হয়েছে ‘কারিনা কাপুর খানের বাড়ি সিলগালা করা হয়েছে। উনি এখনও পর্যন্ত আমাদের সঠিক তথ্য দেননি, তবে আমাদের অফিসাররা চেষ্টা করছেন কতজন ওনার সংস্পর্শে এসেছেন সেই ব্যাপারটি নিশ্চিতভাবে জানতে।’ এ বিবৃতির পর দ্রুত ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করেন করিনা। তিনি বলেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভি। আমি সেটা জানামাত্রই নিজেকে আইসোলেট করে নিয়েছি, এবং সবরকম নিয়মবিধি মেনে চলছি। আমি অনুরোধ জানাচ্ছি যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে টেস্ট করিয়ে নিন। আমার পরিবার এবং স্টাফদের সকলের করোনা টিকার ডবল ডোজ নেওয়া রয়েছে এবং তাদের কভিডের কোনও উপসর্গ নেই।’ নিজের শরীর নিয়ে কারিনা বলেন, ‘সৃষ্টিকর্তার দোয়ায় আমি ভালো আছি, আশা করছি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব।’ এদিকে, কয়েকদিন আগেই কারিশমা কাপুর এবং মালাইকা আরোরার সঙ্গে ঘরোয়া পার্টি করতে দেখা গিয়েছিল কারিনা এবং অমৃতাকে। এ ছাড়াও গত সপ্তাহে সোনম কাপুর এবং রিয়া কাপুরের সঙ্গে নৈশভোজ সেরেছিলেন তারা। তবে তাদের করোনা রিপোর্ট পজিটিভ কিনা জানা যায়নি।