নিজস্ব প্রতিবেদক :
করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (১৮ আগষ্ট) বিকাল ৪টা ১০ মিনিটে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি টিকা নেন। এরআগে, গত ১৯ জুলাই এই হাসপাতালে আমেরিকার তৈরি মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীকে বিশেষ সুবিধায় গাড়িতে বসেই টিকা দেওয়া হয়। এ সময় তার সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বেশ কয়েকজন নেতাকর্মী। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার (১৮ আগষ্ট) সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে টিকা নেওয়া উদ্দেশ্যে বের হন বেগম জিয়া।
আরও পড়ুন
কেরাণীগঞ্জে আ. লীগের কার্যালয়ে হামলায় বিএনপি ক্যাডারদের নিন্দা নসরুলের
কেরাণীগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে ডজনখানেক আহত
খাগড়াছড়িতে আ.লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির ৫ নেতাকর্মী আহত