October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 5th, 2021, 1:33 pm

করোনা টিকা নিবন্ধনের বয়স ৩৫ হচ্ছে: স্বাস্থ্য অধিদফতর

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

মহামারি করোনা ভাইরাসের গণটিকার বয়স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণটিকার কার্যক্রম শিগগিরই চালু হচ্ছে বলে জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক  অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সোমবার বেলা ১১টায় জানান, খুব তাড়াতাড়িই খুলে দেওয়া হচ্ছে টিকা নিবন্ধন অ্যাপ। পাশাপাশি গণটিকার ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ করা হচ্ছে।

তিনি বলেন, এখন থেকে ৩৫ বছর বয়স হলেই করোনার টিকার জন্য নিববন্ধন করা যাবে। দুই এক দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

এদিকে স্বাস্থ্য অধিদফতর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বয়স কমানোর পাশাপাশি টিকা নিবন্ধনের ক্ষেত্রে কৃষক-শ্রমিকদেরও যুক্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে ৪০ বছরের অধিক বয়সীরা করোনা টিকার নিবন্ধন করতে পারছেন। তবে বিজ্ঞপ্তি জারি হলে এটি কেটে যাবে।

অধিদফতরের শনিবারের টিকাবিষয়ক তথ্য অনুযায়ী, টিকা নিতে এখন পর্যন্ত মোট ৭২ লাখ ৮২ হাজার ৮৬৯ জন নিবন্ধন করেছেন। তাদের অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ১ লাখ ১১ হাজার ৭২২ ডোজ, সিনোফার্মের ৮০ হাজার ৯৮৫ ও ফাইজারের ২ হাজার ৭৪২ ডোজ টিকা দেয়া হয়েছে।