October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 22nd, 2021, 7:52 pm

করোনা পজিটিভ হওয়ায় দেশে ফিরতে পারেননি এই সাঁতারু

অনলাইন ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতে ফিনা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসর হয়ে গেলো। বাংলাদেশ থেকে চার সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে দুঃসংবাদ শুনতে হয়েছে। সোনিয়া খাতুন করোনা পজিটিভ হয়েছেন। বর্তমানে এই সাঁতারু মধ্যপ্রাচ্যের দেশটিতে কোয়ারেন্টিনে আছেন। বিশ্ব সাঁতারে অংশগ্রহণ শেষে বাংলাদেশের তিন সাঁতারু জুয়েল আহমেদ, আসিফ রেজা ও সোনিয়া আক্তার এরইমধ্যে ঢাকায় ফিরেছেন। করোনা পজিটিভ থাকায় সোনিয়া খাতুন দলের সঙ্গে ফিরতে পারেননি। বর্তমানে আবুধাবিতে কোয়ারেন্টিনে আছেন তিনি। শুধু বাংলাদেশের এই সাঁতারু নন, সেখানে সিঙ্গাপুরসহ অন্য দেশের আরও কয়েকজন সাঁতারু করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টিন করছেন। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফবলেছেন, ‘বাংলাদেশের সোনিয়া খাতুন করোনা পজিটিভ হয়ে আবুধাবিতে কোয়ারেন্টিনে আছেন। বাকিরা চলে এসেছেন। তবে করোনা পজিটিভ হলেও সোনিয়া ভালো আছেন।’