অনলাইন ডেস্ক :
কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্রে যৌন হেনস্তার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করেছে সৌদি আরব। কর্ম পরিবেশে হয়রানি প্রতিরোধ ও মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশটির সরকারি এবং বেসরকারি খাতের সংশ্লিষ্ট ইউনিটগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সৌদি প্রসিকিউশন। ২০১৮ সালে দেশটিতে যৌন হেনস্তাকে অপরাধ হিসেবে গণ্য করে একটি আইন করা হয়। সৌদি কর্তৃপক্ষ বলেছে, যৌন হেনস্তার বিরুদ্ধে আইনি শাস্তি অপরিবর্তনীয়। যদি ভুক্তভোগী নিজের অধিকার ত্যাগ করে বা আইনি অভিযোগ দায়ের না করে।
সৌদি আইন অনুযায়ী, যৌন হেনস্তার জন্য তিন বছরের কারাদ- এবং এক লাখ রিয়াল জরিমানা বা উভয় দন্ডের একটির বিধান রয়েছে। তবে ভুক্তভোগী যদি শিশু হয়, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি হয় বা ঘুমন্ত বা অচেতন অবস্থায় এই অপরাধের শিকার হয়, তবে এই অপরাধে পাঁচ বছর পর্যন্ত কারাদ- এবং সর্বোচ্চ তিন লাখ রিয়াল জরিমানা বা উভয় দ-ের একটি দ- হতে পারে। প্রসিকিউটররা বলেছেন, যৌন হেনস্তা সম্পর্কে কেউ তথ্য পেলে তা যথাযথ রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাছে জানাতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব যৌন হেনস্তার বিরুদ্ধে লড়াই এবং নারীদের অধিকার বাড়ানোর চেষ্টা করেছে। সূত্র: গালফ নিউজ
আরও পড়ুন
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাত
ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ১১ পর্বতারোহীর মৃত্যু
গাজায় নিহতদের ৭৫ শতাংশই নারী ও শিশু : স্বাস্থ্য মন্ত্রণালয়