October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 21st, 2022, 7:49 pm

কর ফাঁকি দেওয়ায় শাস্তির মুখে সাবেক বার্সা তারকা

অনলাইন ডেস্ক :

তারকা ফুটবলাররা ইমেজ রাইটস থেকেই কর ফাঁকির মামলায় শাস্তি পেয়ে থাকেন বেশি। সেটি সাবেক হওয়ার পরেও! যেমনটি ঘটেছে সাবেক ক্যামেরুন ও বার্সেলোনা স্ট্রাইকার স্যামুয়েল ইতোর বেলায়। ইমেজ রাইটস থেকে কর ফাঁকির অপরাধ স্বীকার করায় তার ২২ মাসের স্থগিত কারাদ-াদেশ দিয়েছেন স্পেনের একটি আদালত। ইতো স্বীকার করেছেন ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ৩.৮ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন ইমেজ রাইটস থেকে। এখন এই অর্থের সঙ্গে জরিমানা হিসেবে আরও ১.৮ মিলিয়ন ইউরোও গুণতে হচ্ছে সাবেক তারকাকে। তবে জেলে যাওয়া থেকে বেঁচে গেছেন তিনি। যেহেতু জেলের শাস্তিটা দুই বছরের কম আর ইতোর অতীতে কোনও ধরনের অপরাধমূলক কর্মকা-ের রেকর্ড নেই। তাই জেলের শাস্তিটা স্থগিতই থাকছে। অবশ্য কর ফাঁকির বিষয়টি স্বীকার করলেও সেজন্য সাবেক এজেন্টকে দায়ী করেছেন ইতো। ৪১ বছর বয়সী বার্সেলোনার আদালতকে বলেছেন, ‘যা হয়েছে, আমি স্বীকার করছি। বকেয়া থাকা অর্থ পরিশোধও করবো। তবে একটি বিষয় জানাতে চাই, ওই সময় অপরিপক্ব ছিলাম। আমার সাবেক এজেন্ট হোসে মারিয়া মেসাল্লেস, যাকে বাবার মতো ভাবতাম। তার কথামতোই তখন সবকিছু করেছি।’ ইতোর এজেন্টকেও এক বছরের স্থগিত কারাদ-াদেশ দেওয়া হয়েছে। তবে প্রসিকিউশন ইতো ও তার এজেন্টের চার বছর ৬ মাসের কারাদ-াদেশের আবেদন করেছিল।