অনলাইন ডেস্ক :
এএফসি কাপের গ্রুপ পর্ব আবাহনী লিমিটেডের ‘হোম ভেন্যু’ সিলেট জেলা স্টেডিয়ামে খেলতে আবেদন করেছিল বসুন্ধরা কিংস। কিন্তু গতকাল বৃহস্পতিবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) দক্ষিণ এশিয়া জোনের স্বাগতিক হিসেবে সিলেট নয়, ভারতের কলকাতাকে বেছে নিয়েছে। এএফসি কাপের ‘ডি’ গ্রুপের ম্যাচগুলো হবে সেখানেই। আগামী ১৮ থেকে ২৪ মে কেন্দ্রীয় ভেন্যু কলকাতায় চার ক্লাব মুখোমুখি হবে। ডি গ্রুপে বসুন্ধরা কিংস ছাড়াও রয়েছে ভারতের গোকুলাম কেরালা এফসি ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। গ্রুপের চতুর্থ দলটি আসবে প্লে অফ থেকে। আবাহনী লিমিটেড প্লে অফ খেলতে যাচ্ছে। প্রথম ম্যাচ ১২ এপ্রিল, সিলেটে। সেটি জিতলে পরের ম্যাচ ১৯ এপ্রিল। সেখানে দেখা হয়ে যেতে পারে এটিকে মোহনবাগানের সঙ্গে।
আরও পড়ুন
মেসির অনুকরণ করে ট্রফি নিয়ে শান্তর ঘুম
আইসিসি’র টেস্ট র্যাংকিংয়ে সেরা ১৫তে লিটন
দল দেশে ফিরলেও ফিরছেন না সাকিব