November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 9th, 2022, 7:36 pm

কলকাতায় নুসরাত ফারিয়ার ‘বিবাহ অভিযান ২’ শুরু

অনলাইন ডেস্ক :

দুই বাংলায় সমানতালে কাজ করছেন নুসরাত ফারিয়া। গত শনিবার থেকে কলকাতায় বিবাহ অভিযান-২ দৃশ্যধারণে অংশ নিয়েছেন এই তারকা অভিনেত্রী। শুটিং শুরু হওয়ার পর ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে সিনেমায় চরিত্রগুলোর লুক। সেখানে পাওয়া গেছে নুসরাত ফারিয়াকেও। তেমন পরিবর্তন আসেনি তাঁর লুকে। প্রথম কিস্তির মতো এ পর্বেও আধুনিক ও স্বাধীনচেতা নারীর মতোই দেখা যেতে পারে তাঁকে। ফারিয়া বলেন, ”বেশ বিরতির পর ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছি। বেশ ভালোভাবেই এর কাজ এগিয়ে চলছে। আশা করছি, ‘বিবাহ অভিযান’ সিনেমার প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও সাড়া ফেলবে। শিগগিরই শুটিং শেষ করে দেশে ফিরব।” ফারিয়া ছাড়াও সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আরও অভিনয় করছেন রুদ্রনীল, অনির্বাণ, অঙ্কুশ, সোহিনী, প্রিয়াঙ্কা এবং একটি বিশেষ চরিত্রে সৌরভ। বিবাহ অভিযান-এর চিত্রনাট্য লিখেছেন রুদ্রনীল। এবারও তিনিই লিখেছেন। ২০১৯ সালে মুক্তি পাওয়া বিবাহ অভিযান পরিচালনা করেছিলেন বিরসা দাশগুপ্ত। এবার পরিচালনায় সৌমিক হালদার। এদিকে দেশে মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়ার ‘মুজিব:একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা।