October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 16th, 2023, 8:29 pm

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১১

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার মধ্যাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। সংবাদমাধ্যম কলম্বিয়া রিপোর্টস জানায়, গত মঙ্গলবার স্থানীয় সময় রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়লা খনিটি রাজধানী বোগোতা থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে সুতাতাউসা এলাকায় অবস্থিত। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা। অভিযান চালিয়ে হতাহতদের খনির ভেতর থেকে উদ্ধারে অভিযান শুরু হয়। তবে এখনও ওই খনির ভেতরে বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে এরইমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে বিস্ফোরণের কারণ হিসেবে প্রাথমিকভাবে খনির ভেতরে জমে থাকা গ্যাসের কথা বলছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে মূল কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তেল ও গ্যাস কলম্বিয়ার আয়ের প্রধান উৎস। তবে প্রায়ই দেশটির বিভিন্ন খনিতে দুর্ঘটনার খবর পাওয়া যায়। এতে প্রতি বছরই প্রাণ হারান অনেক শ্রমিক।