November 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 14th, 2022, 1:54 pm

কলাপাড়ায় বুদ্ধিজীবীদের স্মরনে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পটুয়াখালীর কলাপাড়ায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিনারে মোমবাতি প্রজ্জলন করেছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যা ৬ টায় বুদ্ধিজীবীদের স্মরনে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রজ্জলন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। এ সময় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভিন সীমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, পৌর কাউন্সিলর মো.হুমায়ুন কবির, কলাপাড়া থানা ওসি মো.জসিম সহ আওয়ামলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শহীদ মিনারের পাদদেশে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে রায়ের বাজারের বধ্যভূমির সেই নরকীয় ঘটনার প্রতিকৃতি তুলে ধরা হয়। তরুণ প্রজন্মকে জানাতেই এই আয়োজন করে কচিমুখ নাট্যঙ্গন (ক’না)। এ প্রদর্শনী দেখতে ভীড় করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। একই স্থানে আয়োজন করা হয় দেশাত্মবোধক গান ও নৃত্য।