October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 13th, 2022, 12:50 pm

‘কাইথি’ ভক্তদের জন্য সু-খবর

অনলাইন ডেস্ক :

অভিনেতা কার্থি তার সুপারহিট ফিল্ম ‘কাইথি’ এর সিক্যুয়েল নিয়ে আসছেন। আগামী বছর ‘কাইথি ২’ (এখনও নাম ঘোষনা হয়নি) এর কাজ শুরু করতে যাচ্ছেন তিনি, এমনটাই নিশ্চিত করেছেন এই দক্ষিণী তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘কাইথি’র সিকুয়েল প্রসঙ্গে এই তারকা জানান, পরিচালক লোকেশ কানাগারাজের সঙ্গে তার এই প্রসঙ্গে কথা হয়েছে। যদিও কাইথির সিক্যুয়েল কে পরিচালনা করবেন সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে লোকেশই এই সিক্যুয়েল পরিচালনা করবেন। সম্প্রতি কমল হাসানের সুপারহিট ‘বিক্রম’ মুভিতেও কাইথি মুভির বিষয়ে ইঙ্গিত রাখা হয়েছে। এবং আশা করা যাচ্ছে ‘কাইথি ২’ কমল হাসানের সুপারহিট ফিল্ম ‘বিক্রম’ এর সঙ্গে বেশ সম্পৃক্ত হবে। যা এই দুই মুভির দর্শকদের জন্যই সুখবর হতে যাচ্ছে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাইথি’ মুভিতে কাইথি (কার্থি) একজন দাগি আসামি ছিল। নিজের সাজা শেষ করে জেল থেকে মুক্তি পেয়ে তাঁর মেয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা করে। কিন্তু তখনই জড়িয়ে যায় আরেক দুর্বিষহ ঘটনায়। সেই ঘটনাকে ঘিরেই আগাতে থাকে মুভির কাহিনী। এক রাতের কাহিনি নিয়েই টান টান উত্তেজনাকর মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পায়। তখন থেকেই দর্শক এর সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছে। সূত্র : ইন্ডিয়া টিভি নিউজ