অনলাইন ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ। এবার ইংলিশ কাউন্টি ক্রিকেটেও খেলতে যাচ্ছেন না দুর্দান্ত ফর্মে থাকা এই পেসার। তাসকিনের কাছে প্রস্তাব এসেছিল ইয়র্কশায়ারের হয়ে কিছু ম্যাচ খেলার। ওই প্রস্তাব দিয়েছিলেন ইয়র্কশায়ারের কোচ ওটিস গিবসন। একটা সময় বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তাই তাসকিনকে ভালোই চেনা তার। এজন্য প্রস্তাবটা দিয়েছিলেন এই ক্যারিবিয়ান।
তবে এ বছরই বিশ্বকাপ থাকায় তাসকিনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে পারেননি তাসকিন, পরে তাকে পাওয়া যায়নি ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। অবশ্য তাসকিনকে রাখা হয়েছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের স্কোয়াডে। তবে একাদশে তার খেলার সম্ভাবনা কম।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা