October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 9th, 2022, 7:09 pm

কাকে বিয়ে করলেন সারিকা?

অনলাইন ডেস্ক :

বিয়ে করেছেন অভিনেত্রী ও মডেল সারিকা। পাত্রের নাম বি আহমেদ রাহী। পেশায় তিনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সঙ্গীতের সঙ্গেও যুক্ত রয়েছে রাহী। গত ২ ফেব্রুয়ারি বিয়ে করলেও এ খবর প্রকাশ্যে আসে ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে। এদিন রাতে হঠাৎ করেই একটি বিয়ের আলোকচিত্র ধারণ করা একটি প্রতিষ্ঠানের ফেসবুক পেজে বিয়ের সাজে সারিকার বেশকিছু ছবি দেখা যায়। তার পাশে পাত্রবেশেও একজনকে দেখা যাচ্ছিল। সংবাদমাধ্যমকে তিনি বিয়ের খবরটি নিশ্চিত করে বলেন, ‘আমি নতুন জীবনে পদার্পণ করেছি, সকলের নিকট দোয়া চাই। ’

এছাড়াও অভিনয় ও মডেলিংয়ের কাজে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ফিরবেন বলেও তিনি জানিয়েছেন। সারিকা নামে শোবিজ অঙ্গনে পরিচিতি হলেও তাঁর প্রকৃত নাম সারিকা সাবরিন। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। ২০১৪ সালের আগস্ট মাসে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন। সেই ঘরে তাঁর এক কন্যাসন্তান রয়েছে। ২০০৮ সালে আশুতোষ সুজন পরিচালিত ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন সারিকা। পরে মোবাইল অপারেটর কম্পানি বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হয়ে দেশব্যাপী আলোচনায় আসেন।