October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 18th, 2024, 7:59 pm

‘কাজলরেখা’ আসছে ঈদে

অনলাইন ডেস্ক :

গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা মানেই দারুণ সব গানের সমাহার! তার পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘কাজলরেখা’র ক্ষেত্রেও হচ্ছে না ব্যতিক্রম! বরং এই সিনেমাটিকে তিনি ‘মিউজিক্যাল ফিল্ম’ হিসেবে আখ্যা দিয়েছেন! একের পর এক দারুণ সব গান নিয়ে আসছে সেলিমের ‘কাজলরেখা’। এরইমধ্যে প্রকাশিত হয়েছে চারটি গান। সর্বশেষ উন্মোচিত হলো ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’ নামের লোক গানটি! গানের কথা সংগৃহিত থাকলেও গানটি নতুন করে সুর ও সংগীতায়োজনের দায়িত্ব সামলেছেন সময়ের আলোচিত সংগীতপরিচালক ইমন চৌধুরী। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মাশা ইসলাম। বৈঠকি ঘরানার এই গানটিতে ঠোঁট মিলাতে দেখা গেছে অভিনয়শিল্পী মাটি সিদ্দিকী। জলসার আসরে দেখা গেছে দুই পরিচিত তারকা আজাদ আবুল কালাম এবং ইরেশ যাকেরকে! গানটি ইউটিউবের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ সাড়া ফেলেছে।

সাধারণ শ্রোতা ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সংগীত সংশ্লিষ্ট মানুষরাও ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’ গানটির প্রশংসা করছেন। এরআগে ‘কাজলরেখা’র আরো তিনটি গান শ্রোতা দর্শকের মাঝে সমাদৃত হয়েছে। গান তিনটি হচ্ছে- কি কাম করিলা সাধু, বন্দনা এবং হলুদরে তুই। এরইমধ্যে ফাল্গুনের প্রথম দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল কাজলরেখার কনসার্ট। এই ছবির অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও কলাকুশলীদের নিয়ে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম সেদিন বিশ্ববিদ্যালয়ের মঞ্চ মাতান। নির্মাতা তখনই ঘোষণা দেন, আসছে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘কাজলরেখা’। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, নবাগতা মন্দিরা চক্রবর্তী, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, শাহানা রহমান সুমি, মিথিলা, খায়রুল বাসার, সাদিয়া আয়মান প্রমুখ।