October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 9th, 2021, 7:31 pm

কাজী নওশাবার বাবা আর নেই

নিজস্ব প্রতিবেদক:

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বাবা বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল কাজী সেলিম উদ্দিন আর নেই। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে বাবার মৃত্যুর খবর জানিয়ে নওশাবা লিখেছেন, ‘চিরবিদায় আব্বু, খুব শিগগিরই দেখা হবে।’ জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন নওশাবার বাবা কাজী সেলিম উদ্দিন। সিএমএইচ হাসপাতালে চলছিল তার চিকিৎসা। সেই ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। শেষ রক্ষা আর হলো না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। নওশাবা আরও জানান, তার বড় দুই ভাই কাজী জুবায়ের আহমেদ যুক্তরাষ্ট্র এবং কাজী জুনায়েদ আহমেদ কানাডায় থাকেন। তারা ফিরলে ১২ ডিসেম্বর ক্যান্টমেন্টে আর্মিদের কবরস্থানে তার বাবা কাজী সেলিম উদ্দিনকে সমাহিত করা হবে। উল্লেখ্য, কাজী নওশাবা আহমেদের গ্রামের বাড়ি খুলনায়। বেশ কিছু নাটক-টেলিফিল্মের পাশাপাশি ১০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।