November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 21st, 2023, 8:55 pm

কাজী সালাউদ্দিনকে অস্ত্রোপচার করাতে হবে

অনলাইন ডেস্ক :

হঠাৎ করেই গত বুধবার খবর আসে হাসপাতালে ভর্তি হয়েছে দেশের ফুটবলের কিংবদন্তি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। জানা যায়, হৃদযন্ত্রের সমস্যার কারণে তাকে ভর্তি করা হয়েছে। পর্যবেক্ষণের পর চিকিৎসকরা জানিয়েছেন, বাইপাস সার্জারি করাতে হবে সালাউদ্দিনকে। বাফুফের সভাপতির পরিবার ফুটবল ফেডারেশনকে বিষয়টি নিশ্চিত করেছে। গত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি আছেন সালাউদ্দিন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, তাঁর হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়েছে। যেকারণে চিকিৎসকরা পর্যালোচনা করে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।

তবে কবে নাগাদ অস্ত্রোপচার হবে সেটা অবশ্য জানায়নি। তবে বয়স ৭০ হওয়ায় সালাউদ্দিনের জন্য অস্ত্রোপচার একপ্রকার ঝুঁকিও। সালাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাক্সক্ষীর কাছে দোয়া চাওয়া হয়েছে এবং কাজী সালাউদ্দিন চিকিৎসকদের ওপর আস্থাশীল এবং আত্মবিশ্বাসী যে, অস্ত্রোপচারের পর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন তিনি।