October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 6th, 2022, 7:52 pm

কাজী হায়াতের শারীরিক অবস্থার উন্নতি

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার দর্শকনন্দিত পরিচালক কাজী হায়াতের বর্তমান অবস্থার পরিবর্তন হয়েছে। এর আগে মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে কাজী হায়াৎকে মধ্যরাতে হাসপাতালে নেওয়া হয়। রাখা হয় সিসিইউতে ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে। ঢাকাই সিনেমার বরেণ্য এই পরিচালককে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার পর অবস্থার পরিবর্তন হলে তাকে হাসপাতালের সাধারণ বেডে নেওয়া হয়েছে। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন স্ত্রী রোমিসা হায়াৎ। তিনি বলেন, হায়াতের অবস্থার পরিবর্তন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরেই তাকে সিসিইউ থেকে বেডে নেওয়া হয়েছে। গত বছরের ৯ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয় কাজী হায়াৎকে। ঢাকাই সিনেমার বরণ্যে অভিনেতা, প্রযোজক, পরিচালক গত বছর করোনা আক্রান্ত হয়েছিলেন। সে সময় তাকে আইসিউতে নেওয়া হয়। সুস্থ হয়ে ফিরেই নতুন সিনেমার কাজ শুরু করেন তিনি। ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন কাজী হায়াৎ। ১৯৭৯ সালে ‘দি ফাদার’ সিনেমা পরিচালনার মধ্য দিয়ে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। অর্ধশত সিনেমা পরিচালনা করেছেন তিনি। তার বেশির ভাগ সিনেমায় রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগের চিত্র দেখানো হয়।