অনলাইন ডেস্ক :
নদীর ধারে প্যাক কাদায় পড়ে আছেন অভিনেতা জায়েদ খান। কাদা থেকে উঠে দাঁড়িয়ে পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু পারছেন না। বুকের ভেতর থেকে গভীর আর্তনাদ ছিটকে বেরিয়ে আসছে। এমনই একটি ছবি ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করেছেন জায়েদ খান। এই ছবি প্রসঙ্গে জায়েদ খান মঙ্গলবার সকালে বললেন, ‘শুটিং করতে গিয়ে এমন অবস্থা হয়েছিল হাসপাতালেই নিতে হয় আর কি। আমরা গ্রামের মানুষ কাদাপানিতে বড় হয়েছি, গ্রামের ছেলে বলেই এমনসব কাজ করতে পেরেছি। হয়তো অন্য কেউ হলে দাঁড়াতেই পারতো না। ’মূলত এই ছবি জাহিদ হোসেন পরিচালিত সোনার চর সিনেমার। এই মুহূর্তে পিরোজপুরের কচা নদীর ধারে ছবিটির শুটিং হচ্ছে। ছবিটি শীতের সকালের জানিয়ে জায়েদ খান বলেন, ‘আমাদের ক্যামেরা ওপেন হয় সকাল আটটায়। এই ছবিটা তখনই তোলা হয়। কচা নদীর ধারে একটা দৃশ্য ছিল শীতের সকালে, আমাকে কাদাপানির মধ্যে পড়ে থেকে আর্তনাদ করতে হবে। সেটা খুব ভালোভাবেই সম্পন্ন করেছি। এই একটা ছবি দেখেই মানুষ জন ইতিবাচক মন্তব্য করছেন। ভালো লাগছে আমার। ’আমরা শিল্পী, ‘আমাদের ভেতর থেকে অভিনয়টা বের করে আনতে হবে। যেটা করেছেন মালেক আফসারী, করছেন জাহিদ হোসেন। আমরা অভিনয় যে করতে পারি তার প্রমাণ আপনারা পেয়েছেন, শুধু সমালোচনা করলেই হবে না, আমাদেরকে দিয়ে কাজ করাতে হবে। ’একজন মন্তব্য করেছেন, ‘এই শীতে কাদাপানিতে এত কষ্ট করে শুটিং করে অভিনয়শিল্পীরা, আর আমরা কম্বল মুড়ি দিয়ে সমালোচনা করি, গুণের সমাদুরে না থাকলে এই দেশে গুণী জন্মাবে না। ’সোনার চর নামের এই চলচ্চিত্রে মৌসুমী ও ওমর সানীও অভিনয় করছেন। এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ