October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 30th, 2024, 7:59 pm

কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান

অনলাইন ডেস্ক :

বৃষ্টিতে পরিত্যক্ত হতে হতেও প্রথম দিনের পর অবশেষে চতুর্থ দিনে এসে কানপুর টেস্টে খেলা গড়ালো মাঠে। সেঞ্চুরি করলেন মুমিনুল হক। বাংলাদেশ প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ২৩৩ রান।

চতুর্থ দিনে ১০২ রান করে লাঞ্চ বিরতিতে যান মুমিনুল। ফিরে এসে মাত্র ৫ রান যুক্ত করতে পারেন তার রানের খাতায়। অন্য ব্যাটাররা অল্প সময়ের মধ্যেই উইকেট বিলিয়ে দিয়ে সাজঘরে ফেরায় ১০৭ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয় মমিনুলকে।

এটি মুমিনুলের ১৩তম টেস্ট সেঞ্চুরি, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।

ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে অন্য ব্যাটসম্যানরা তেমন রান তুলতেই পারেননি।

৩ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।

টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে, এই ম্যাচের প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়। দ্বিতীয় ও তৃতীয় দিন পরিত্যক্ত হয়।