October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 19th, 2022, 7:59 pm

কানাডায় বিক্ষোভ : ব্যাপক পুলিশি অভিযান, ১০০ জন আটক

অনলাইন ডেস্ক :

কানাডার রাজধানী অটোয়ায় বিক্ষোভরত কোভিড টিকাবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হয়েছে। তিন সপ্তাহ ধরে চলমান বিক্ষোভ পুরোপুরি দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির পুলিশ। এরইমধ্যে অন্তত ১০০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। খবর বিবিসির। বিক্ষোভ দমনে কানাডা সরকার জরুরি আইন জারি করার পর ঘোড়াসওয়ার কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ সঙ্গে গত শুক্রবার ধরপাকড় অভিযান শুরু হয়। পুলিশি অভিযানের সময় কিছু প্রতিবাদকারী প্রতিরোধ করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের মাটিতে ফেলে দেয় এবং তাঁদের হাত পিছমোড়া করে বেঁধে ফেলে। পুলিশের অভিযোগÑবিক্ষোভকারীরা নিজেদের বাঁচাতে শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করেছেন।এদিকে, বিক্ষোভকারীদের একটি অংশ নির্দেশ অমান্য করে শহরে রয়ে গেছে। ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে, পার্লামেন্ট হিলের পাশে বিক্ষোভের কেন্দ্রস্থলের দিকে শত শত পুলিশ অগ্রসর হচ্ছে। কিছু প্রতিবাদকারী পুলিশের সামনে হাতে হাত ধরে কানাডার জাতীয় সংগীত গাইতে থাকেন।অটোয়া পুলিশ শহরের বড় ব্যবসায়িক ও আবাসিক এলাকাসহ বিক্ষোভের কেন্দ্রেস্থলের আশপাশে প্রায় ১০০টি তল্লাশি চৌকি বসিয়েছে। বিক্ষোভকারীদের উদ্দেশে অটোয়া পুলিশ টুইটবার্তায় লিখেছে, ‘বিক্ষোভকারীরা : আপনাদের অবশ্যই চলে যেতে হবে। বেআইনি প্রতিবাদ এলাকার মধ্যে থাকা যে কাউকে আটক করা হতে পারে।’