October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 14th, 2022, 7:18 pm

কানে হেডফোন, নাটোরে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

ফাইল ছবি

নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রকি ও সাকিব।

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার এমদাদউল হক জানান, কানে হেডফোন লাগিয়ে রেললাইনের কাছে হাঁটার সময় ওই যুবককে ঢাকাগামী ‘বনলতা এক্সপ্রেস’ ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রকি মারা যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, সাকিবকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

—ইউএনবি