October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 29th, 2022, 7:31 pm

কান্নাকাটির পরও বিমানে উঠতে দেয়নি: ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক :

যথাসময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পেরে ফ্লাইট মিস করলেন ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কান্নাকাটি করে অনুরোধ করলেও তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার (২৯ মার্চ) কলকাতা বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। ঋতুপর্ণা তার ইনস্টাগ্রামে বিমানের টিকিটের কপি শেয়ার করে এসব তথ্য জানিয়েছেন। ঘটনার বর্ণনা দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন ‘আমদাবাদের বিমান ধরার জন্য বোর্ডিংয়ের সময় দেওয়া হয়েছিল ভোর ৪টা ৫৫ মিনিটে। আমি পৌঁছাই ৫টা ১০ বা ১২ মিনিটের মধ্যে। আমাকে জানানো হয়, বোর্ডিংয়ের গেট অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। আপনাকে দেখতে না পেয়ে নির্দিষ্ট সময়ে নাকি নাম ঘোষণাও করেন কর্তৃপক্ষ। ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু আমার ফোনে কোনো কল আসেনি।’ বিমানে উঠতে না পেরে কান্নাও করেন ঋতুপর্ণা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন ‘সঠিক সময়ে শুটিংয়ে না পৌঁছাতে পারলে প্রযোজকের সমস্যা হবে। শুটিং বন্ধ থাকবে। তাই বিমানে উঠার জন্য বিমানবন্দরের কর্মীদের অনুরোধ করি। এভাবে টানা ৪০ মিনিট কর্মীদের সঙ্গে কথা হয়। কিন্তু আমার সমস্যা কেউ বুঝতে চায়নি। বিমান ধরতে না পারার কারণে কান্নাও করেছি। তবু কর্মীদের কোনো হেলদোল দেখা যায়নি।’ বাগবিত-ার সময়ে ঋতুপর্ণা দেখতে পান মাত্র ৫০ পা দূরে দাঁড়িয়ে আছে তার বিমানটি। তবু উঠতে দেওয়া হয়নি তাকে। বিষয়টি উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘মাত্র ৫০ পা দূরে বিমানটি দাঁড়িয়েছিল। কিন্তু যেতে পারিনি। অথচ আমার বোর্ডিং পাস থেকে শুরু করে সিট নম্বর সব মজুত। কিছু দিন আগে সংস্থাটির পক্ষ থেকে আমাকে সম্মানসূচক পাসপোর্টও দেওয়া হয়েছে। এই সংস্থার বিমানে বেশ কয়েক বার যাতায়াত করেছি। কোনো দিন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি।’