October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 25th, 2022, 7:42 pm

কাবাডির ফাইনালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

একটু হলেও আশঙ্কা ছিল এবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ট্রফি বাংলাদেশ পাবে কি পাবে না। ইংল্যান্ড, কেনিয়া, ইরাক ঢাকায় এসেই হুমকি দিয়েছিল তারা শিরোপা জিততে চায়। সেই সব কথায় কান না দিয়ে বাংলাদেশ চলছিল তাদের লক্ষ্য পূরণের পথে। সব বাঁধা মাড়িয়ে আন্তর্জাতিক কাবাডির ফাইনালে দারুণ খেলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতবারও চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও সেই ট্রফি কাউকে নিতে দেয়নি বাংলাদেশ। এবার দ্বিতীয় আসরেও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতকাল কাবাডি ম্যাটে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক বাংলাদেশ ৩৪-৩১ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ৮ দেশের এই টুর্নামেন্টে কাউকে ট্রফি নিতে দিলো না বাংলার খেলোয়াড়রা।