October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 23rd, 2022, 8:58 pm

কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণে নিহত ৪

এপি, কাবুল :

আাফগানিস্তানের রাজধানী কাবুলের ওয়াজির আকবর খান মসজিদের কাছে হওয়া এক বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ এই হতাহতের কথা নিশ্চিত করে ।

কাবুলের ইতালীয়ান ইমার্জেন্সি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই হাসপাতালে আহত ১৪ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া হাসপাতালে আনার আগেই আরও চারজনের মৃত্যু হয়।

কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র খালিদ জাদরান বলন,জুমার নামাজের পর মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আব্দুল নাফি টাকোর বলেন, মসজিদের কাছে প্রধান সড়কে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

টাকোর আরও বলেন,পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত চলছে।

কাবুলের মসজিদগুলো এর আগেও অনেকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে বোমা হামলায় ওয়াজির আকবর খান মসজিদটির ইমামসহ দুইজন নিহত হয়েছিল। আবারও সেই মসজিদটির কাছে বিস্ফোরণের ঘটনা ঘটল।