October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 27th, 2022, 7:29 pm

কারস্টেন একাডেমিতে প্রস্তুত হবেন মুমিনুলরা

অনলাইন ডেস্ক :

করোনা ক্রীড়াঙ্গনের হিসেব-নিকেশ বদলে দিয়েছে। করোনাকালে আলাদাভাবে বিদেশ সফরে যাওয়া ও দলের সঙ্গে যোগ দেওয়ার কিছু সমস্যা থেকেই গেছে। সেজন্য মার্চের দ্বিতীয় সপ্তাহে ওয়ানডে ও টেস্ট দলের ক্রিকেটাররা একসঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন। প্রথমে ওয়ানডে সিরিজ হওয়ার মুমিনুল হক, সাদমান ইসলাম কিংবা আবু জায়েদের মতে টেস্ট ক্রিকেটাররা গ্যারি কারস্টেনের ক্রিকেট একাডেমিতে অনুশীলন করবেন। বিষয়টি বিসিবি’র পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড গিয়ে পেয়েছে ঐতিহাসিক এক টেস্ট জয়। এবার মুমিনুল হকদের সামনে প্রোটিয়া চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জ জয়ের টোটকা দিতে দলের সংগে যোগ দিতে পারেন কিংবদন্তি কোচ কারস্টেনও। বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আগে টেস্ট ও ওয়ানডে দল আলাদাভাবে সফরে যেত। করোনার কারণে এখন তা করা যাচ্ছে না। প্রথমে ওয়ানডে সিরিজ চলবে। টেস্ট ক্রিকেটাররা যেন বসে না থাকে সেজন্য তাদের একাডেমিতে পাঠানো হবে। ওয়ানডে সিরিজ চলায় জাতীয় দলের কোচিং স্টাফরা তামিম-লিটনদের সংগে থাকবেন। টেস্ট দলের ক্রিকেটারদের পরামর্শ দেওয়ার জন্য বিশ্বকাপ জয়ী কোচ কারস্টেন তিন-চারদিনের জন্য যুক্ত হতে পারেন মুমিনুল-সামদানদের সঙ্গে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে এক সপ্তাহের বিশ্রাম নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দেশ ছাড়বে। ওই সফরে সুপার লিগের তিন ওয়ানডে ও টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলবে সফরকারীরা। ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল চলবে সিরিজ।