November 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 7th, 2022, 7:42 pm

কারাগারে থেকে চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে কারাগারে থেকে বিজয়ী হয়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল।

নির্বাচনের ফলাফল অনুযায়ী এই ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (চশমা) প্রতীকে তিনি পান তিন হাজার ৯৬১ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আব্দুস সালাম পান দুই হাজার ৪৭২ ভোট।

গত বছরের মার্চে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতার সঙ্গে যুক্ত ১৪টি মামলার আসামি মনিরুল। এর মধ্যে ১৩টি মামলায় তিনি জামিন পেয়েছেন।

মনিরুলের নির্বাচনী প্রচারণার দায়িত্বে থাকা মো. হোসেন মিয়া বলেন, মিথ্যা অভিযোগে মনিরুলকে কারাগারে রাখা হয়েছে। তার অনুপস্থিতিতে, তার আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা তার পক্ষে প্রচারণা চালিয়ে গেছেন।

—ইউএনবি