December 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 10th, 2022, 8:26 pm

কারাভোগ শেষে ৩ ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর

সাড়ে ১৮ মাস কারাভোগ শেষে তিন ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। সোমবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টোর ৭৬ নং মেইন পিলারের কাছে শূন্য রেখায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা হলেন-ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার হায়দারবেলিয়া গ্রামের মৃত রতন দের ছেলে সুমন দে, তার স্ত্রী সুজাতা দে ও শিশুপুত্র শুভজিত দে।

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অবৈধভাবে ভারত থেকে সুমন দে, তার স্ত্রী ও শিশুপুত্র সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে মামা গোতম দত্তের যশোরের রুপদিয়া মুন্সিপুর গ্রামের বাড়িতে আসেন। মার্চে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় তাদের আটক করে বিজিবি। অবৈধ অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট আইনে মামলা করলে তাদের তিন মাসের কারাদণ্ড দেন আদালত।

দীর্ঘ দিন কারাভোগ শেষে দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর সোমবার দুপুরে দর্শনা চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

এদিকে কাগজপত্রে জটিলতার থাকায় আব্বাস নামে অপর এক ভারতীয় নাগরীককে ফেরত পাঠানো সম্ভব হয়নি। তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে ফিরিয়ে নেয়া হয়। এ সময় স্বজনরা তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন।

ভারতের কলকাতার নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার ইনচার্জ বাবিন মুখার্জি বলেন, তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ইনচার্জ আবু নাঈম, বিজিবির দর্শনা চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল, দর্শনা থানার এসআই শামিম রেজা। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ইমিগ্রেশনের ইনচার্জ সন্দিপ কুমার তেয়ারি, গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার নাগেন্দ্র পাল, কৃষ্ণগঞ্জ থানার ইনচার্জ বাবিন মুখার্জি।

—-ইউএনবি