অনলাইন ডেস্ক :
ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তৃপ্তি দিমরি। তাকে বলা হচ্ছে ‘ভারতের জাতীয় ক্রাশ’। আর তাই তাকে নিয়ে ভক্তদের আগ্রহও এখন বেশি। সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে ঘুরপাক খাচ্ছে তৃপ্তির সঙ্গে এক পুরুষের ছবি। মূলত বন্ধুদের সঙ্গে এক বিয়েবাড়িতে গিয়েছিলেন তৃপ্তি। আর সেখানেই ছিলেন এই পুরুষ। নেট-নাগরিকদের মনে প্রশ্ন, এই কি তাহলে তৃপ্তির মনের মানুষ? বিয়েবাড়ির একাধিক সেলফি শেয়ার করে নিয়েছেন তৃপ্তি সোশ্যাল মিডিয়াতে। সেগুলিতে এই হ্যান্ডসাম পুরুষের সঙ্গে পোশাকে টুইনিংও করতে দেখা গেল ‘অ্যানিম্যাল’ খ্যাত অভিনেত্রীকে। দুজনের একটা মিষ্টি সেলফিও ঘুরছে অনলাইনে।
তৃপ্তির সঙ্গে ছবিতে থাকা ছেলেটির নাম স্যাম মার্চেন্ট। যিনি পেশায় ব্যবসায়ী। রেস্তোরাঁ আছে স্যামের। গোয়াতে ওয়েটার বিচ লাউঞ্জ ও গ্রিলেরও মালিক তিনি। বলিউড তারকাদের সঙ্গে বেশ ওঠাবসা আছে স্যামের। তবে ২৯ বছর বয়সী এই অভিনেত্রীর মনের মানুষ সত্যিই কি এই স্যাম কিনা তা এখনো জল্পনাই সবার কাছে! ২০১৭ সালে সানি দেওল, ববি দেওল ও শ্রেয়াস তালপাড়ে অভিনীত ‘পোস্টার বয়েস’ সিনেমার মাধ্যমে বলিউডের বড় পর্দায় অভিষেক ঘটে তৃপ্তির।একই বছরে শ্রীদেবী অভিনীত ‘মম’ সিনেমায় ছোট একটি চরিত্রে তিনি অভিনয় করেন তিনি।
পরবর্তীতে ২০১৮ সালে সাজিদ আলী পরিচালিত রোমান্টিক সিনেমা ‘লায়লা মজনু’ তে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান। যদিও এগুলার কোনটি দিয়েই তেমন পরিচিতি পাননি এই অভিনেত্রী। ২০২০ সালে ভারতীয় অভিনেত্রী আনুশকা শর্মা প্রযোজিত ও অনভিতা দত্ত পরিচালিত ‘বুলবুল’ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেন তৃপ্তি। সমালোচকদের পাশাপাশি দর্শকদের কাছ থেকেও ভালোবাসা পান। ২০২২ সালে মুক্তি পায় তার অভিনীত ‘কালা’। সূত্র: পিঙ্কভিলা
আরও পড়ুন
তিন সিনেমা মুক্তির অপেক্ষায় তুষি
ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা
নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান: রুক্মিণী