November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 19th, 2022, 7:38 pm

কালজয়ী নায়ককে স্মরণ করলেন শাকিব খান

অনলাইন ডেস্ক :

নব্বইয়ের দশকের সবচেয়ে বড় সুপারস্টার সালমান শাহ। ঢাকাই সিনেমায় ধূমকেতুর মতো আবির্ভূত হওয়া ক্ষণজন্মা নায়ক। মৃত্যুর ২৫ বছর পরও তাকে ভালোবাসায় স্মরণ করেন সিনেমাপ্রেমী প্রতিটি দর্শক। প্রয়াত এই নায়কের জন্মদিন ছিলো সোমবার (১৯ সেপ্টেম্বর)। বিশেষ এই দিনে তাকে স্মরণ করছে ভক্ত ও সিনেমা জগতের মানুষেরা। তিন বছর আগে বক্তব্যের একটি ভিডিও সোমবার (১৯ সেপ্টেম্বর) পেজে পোস্ট করেছেন শাকিব খান। এর মাধ্যমেই তিনি কালজয়ী নায়ককে স্মরণ করেছেন। সালমান শাহকে ‘মহান শিল্পী’ আখ্যায়িত করে শাকিব বলেন, ‘আজকে যার জন্মদিন, সেই মানুষটা আমাদের মধ্যে নেই অনেকদিন হয়ে গেছে। কিন্তু তিনি এমন এক মহান শিল্পী, তার মৃত্যুর এত বছর পরও কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন। এখনও কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তার জন্মদিনে, মৃত্যুদিনে; প্রতিটি মুহূর্তে তাকে ভালোবেসে স্মরণ করে।’ তার ভাষ্য, ‘আমি যখন ছাত্র, স্কুলে পড়ি, তখন প্রথম সিনেমা দেখেছিলাম সালমান ভাইয়ের। এবং সবার মতো আমিও তাকে অনেক পছন্দ করতাম, তার সিনেমা পছন্দ করতাম।’ শাকিব বলেন, ‘আজ নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে, আমার হাতে তার জন্মদিনের কেক কাটতে হচ্ছে। তবে আমি আরও আনন্দিত হতাম, যদি তিনি আমার পাশে থাকতেন।’তার মতে, ‘দেশে ও দেশের বাইরে মানুষ নিজের মনে যে সালমান ভাইয়ের একটি পোট্রেট এঁকে রেখেছে, তার প্রত্যেক জন্মদিনে, মৃত্যুদিনে, প্রতিটি সুন্দর সময়ে যে সালমান ভাইকে স্মরণ করে, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই।’