September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 30th, 2024, 7:48 pm

কাল থেকে নিয়মিত সময়সূচিতে চলবে অফিস

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ঢাকা, ৩০ জুলাই (ইউএনবি)- বুধবার (৩১ জুলাই) থেকে সব অফিস নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে।

মঙ্গলবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে সরকারি অফিস-আদালত স্বাভাবিক সময়সূচি অনুযায়ী (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) চলবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে ২১ থেকে ২৩ জুলাই সাধরণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর ২৪ ও ২৫ জুলাই সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ২৮ থেকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করে সরকার।