October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 16th, 2022, 7:49 pm

কাল থেকে সুপার টুয়েলভের গা গরমের ম্যাচ শুরু

অনলাইন ডেস্ক :

রোববার শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে প্রথম পর্বের পর্দা উঠেছে এবারের টি-২০ বিশ্বকাপের। অন্যদিকে, আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের জন্য সুপার টুয়েলভের ওয়ার্ম-আপ ম্যাচ। কাল চার ম্যাচে মাঠে নামছে গত বিশ্বকাপেই সুপার টুয়েলভ নিশ্চিত করা আটটি দল- বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ৯টায় মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত। সম্প্রতি ভারতের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে অজিরা। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতলেও, ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারে অস্ট্রেলিয়া। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই ব্যবধানে সিরিজ জিতে ভারত। অস্ট্রেলিয়া ও ভারত ম্যাচের সময়ই ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে গত আসরের রানার্স-আপ নিউজিল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সদ্যই ঘরের মাঠে ত্রিদেশীয় টি-২০ সিরিজে রানার্স-আপ হয়েছে নিউজিল্যান্ড। আর ভারতের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় দুপুর ২টায় ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ব্যাট-বলের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। গেল সপ্তাহে ত্রিদেশীয় সিরিজে খেলেছে বাংলাদেশ। ডাবল-লিগ পদ্ধতির ঐ আসরে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে দু’বার করে হেরেছে বাংলাদেশ। অন্য দিকে গত আগস্ট-সেপ্টেম্বরে টি-২০ এশিয়া কাপের পর আর কোন আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেনি আফগানিস্তান। ঐ আসরে গ্রুপ ও সুপার পর্ব মিলিয়ে ৫ ম্যাচের মধ্যে ২টিতে জিতে ও ৩টিতে হারে আফগানরা। ফলে সুপার ফোর থেকেই এশিয়া কাপ মিশন শেষ করে আফগানিস্তান। বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ চলাকালীন ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে খেলবে ইংল্যান্ড ও পাকিস্তান। গেল মাসে পাকিস্তানের বিপক্ষে দারুণ একটি সিরিজ জয় করেছে ইংল্যান্ড। পাকিস্তানের মাটিতে হওয়া সাত ম্যাচের টি-২০ সিরিজ ৪-৩ ব্যবধানে জিতে ইংলিশরা। এরপর অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ড। এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার কাছে হারের পর, ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে সিরিজ হারে কোণঠাসা ছিলো পাকিস্তান। তবে, নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে চাঙ্গা হয়ে উঠেছে পাকিস্তান। বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একটি করে ওয়ার্ম-আপ খেলবে। আর অন্য ছয়টি দল ২টি করে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে। তাই অন্য ছয়টি দলের দ্বিতীয় ও শেষ ওয়ার্ম-আপ ম্যাচ হবে ১৯ অক্টোবর। ঐ দিন লড়বে পাকিস্তান-আফগানিস্তান, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ও ভারত-নিউজিল্যান্ড।
সুপার টুয়েলভের ওয়ার্ম-আপ ম্যাচের সূচি(বাংলাদেশ সময়) :
১৭ অক্টোবর : অস্ট্রেলিয়া-ভারত, ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ড (সকাল-৯টা)
১৭ অক্টোবর : নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ড (সকাল-৯টা)
১৭ অক্টোবর : ইংল্যান্ড-পাকিস্তান, ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ড (দুপুর-২টা)
১৭ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ, ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ড (দুপুর-২টা)
১৯ অক্টোবর : আফগানিস্তান-পাকিস্তান, ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ড (সকাল-৯টা)
১৯ অক্টোবর : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড (দুপুর-২টা)
১৯ অক্টোবর : নিউজিল্যান্ড-ভারত, ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ড (দুপুর-২টা)