September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 19th, 2023, 8:35 pm

কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মীর সাব্বির-চুমকি

অনলাইন ডেস্ক :

আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন অভিনেতা মীর সাব্বির ও তাঁর স্ত্রী ফারজানা চুমকি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। কেন এই সাক্ষাৎ সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে মীর সাব্বির বলছেন, এটি একদম ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কভিড পরীক্ষাও নেগেটিভ হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিয়ে মীর সাব্বিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আসলে এটা একটা ব্যক্তিগত সাক্ষাৎ।

মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ও চুমকিকে ডেকেছেন। আমরা যাচ্ছি। বলতে পারেন এটা একদম আমাদের পারিবারিক একটা বিষয়।’ চলচ্চিত্র ও নাট্য বিষয়ে কোনো আলাপ হবে কি না, এ বিষয়ে মীর সাব্বির বললেন, ‘মিডিয়ার কোনো বিষয় নিয়ে যাচ্ছি না।’