অনলাইন ডেস্ক :
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে সব দলের জন্যই দুটি করে প্রস্তুতি ম্যাচের সুযোগ রাখা হয়েছে। শিরোপার লড়াইয়ে নামার আগে যাতে নিজেদের শেষ মুহূর্তের রণকৌশল সাজিয়ে নিতে পারে দলগুলো। তবে দলগুলোর প্রস্তুতির ক্ষেত্রে ভালোই বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। মূলত ভারতের তিনটি ভেন্যুতে হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো। গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম, গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ত্রিভ্যান্ড্রাম, কেরালা ও হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এর মধ্যে ত্রিভ্যান্ড্রাম ও গুয়াহাটিতে বৃষ্টির বাধায় প্রস্তুতি বাধাগ্রস্ত হয়েছে। গুয়াহাটিতে আগামীকাল সোমবার যেমন স্বাগতিক ভারত ও ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচে বৃষ্টির দাপটে একটি বলও মাঠের গড়ায়নি।
ত্রিভ্যান্ড্রামে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচেরও একই পরিণতি হয়েছিল। একই স্টেডিয়ামে গত শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা ঠিকঠাক শেষ করতে পারেনি অস্ট্রেলিয়া। ওভার কমিয়ে এনেও ম্যাচের ফল আনা সম্ভব হয়নি। অবশ্য গুয়াহাটিতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটি বেশ ভালোভাবেই শেষ হয়েছে। সেদিন গুয়াহাটির তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি, আর্দ্রতা ৮০ শতাংশ। তাপমাত্রাকে বলা হচ্ছিল ‘অতিরিক্ত গরম’। তবে একই মাঠে আগামীকাল সোমবার বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটি নিয়ে শঙ্কা আছে।
আগামী দুই সপ্তাহ গুয়াহাটিতে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল সোমবার ২৫-৩৩ ডিগ্রি তাপমাত্রা থাকার কথা। তবে এটা অনুভব হবে ৩৯ ডিগ্রির মতো। এই তাপমাত্রার মধ্যেও আবহাওয়ার পূর্বাভাস বলছে, আকাশ মেঘলা থাকবে। বজ্রপাতের সঙ্গে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা আছে। ম্যাচ না হলে সে ক্ষেত্রে দুই দলের প্রস্তুতিই বাধাপ্রাপ্ত হবে। বৃষ্টির কারণে এই ম্যাচটি বাতিল হলেও ভারতে ম্যাচ প্রস্তুতি ছাড়াই মূল লড়াইয়ে নামতে হবে ইংল্যান্ডকে। কারণ, একই ভেন্যুতে তাদের আগের ম্যাচটিও বাতিল হয়েছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা