October 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 27th, 2022, 8:24 pm

কাল শেষ হচ্ছে ডিপিএল

অনলাইন ডেস্ক :

আগামীকাল শেষ হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল)। সুপার লিগের শেষ রাউন্ডের ম্যাচে কাল মাঠে নামবে ছয়টি দল। ইতোমধ্যে ডিপিএলের শিরোপা জয় নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মত শিরোপা জিতে নিয়েছে তারা। ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে শেখ জামাল। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিজেন্ডস অব রুপগঞ্জ দ্বিতীয় ও সমানসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শেখ জামাল শিরোপা জিতে নেয়ায়, সুপার লিগের শেষ রাউন্ডটি নিয়মরক্ষার। সেখানে লড়বে শেখ জামাল-লিজেন্ড অব রুপগঞ্জ (মিরপুর), আবাহনী লিমিটেড-রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৪) এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। রানার্স-আপ হতে হলে এই রাউন্ডের ম্যাচে জিততেই হবে মাশরাফি-সাকিবের লিজেন্ডস অব রুপগঞ্জকে। তবে হারলেও, রানার্স-আপ হবার সুযোগ থাকবে লিজেন্ডস অব রুপগঞ্জের। তবে তৃতীয়স্থানে থাকা প্রাইম ব্যাংককে হারতে হবে। আর প্রাইম ব্যাংক জিতলেও, রান রেটে এগিয়ে থাকলে রানার্স-আপ হবে লিজেন্ডস অব রুপগঞ্জ। পয়েন্ট টেবিলের পরের তিনটি স্থানে আছে যথাক্রমে- আবাহনী লিমিটেড (১৬), রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (১২) ও গাজী গ্রুপ ক্রিকেটার্স (১২)। এবারের ডিপিএলের সেরা ব্যাটার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার এনামুল হক বিজয়। ফর্মের তুঙ্গে থাকা বিজয় ১৪ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরিতে এ পর্যন্ত ১০৪২ রান করেছেন। দেশের ঘরোয়া আসরটি লিস্ট ‘এ’ মর্যাদা পাবার পর প্রথম কোন ব্যাটার হিসেবে ঢাকা লিগে এক মৌসুমে এক হাজার রানের অনন্য রেকর্ড গড়েছেন বিজয়। দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৬ রান করেছেন ১৪ ম্যাচ খেলা লিজেন্ডস অব রুপগঞ্জের নাইম ইসলাম। এ পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বাঁ-হাতি স্পিনার রকিবুল হাসান। ১৪ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন ১৯ বছর বয়সী এই স্পিনার। রাকিবুলের পরই দ্বিতীয় সর্বোচ্চ উইকেট চ্যাম্পিয়ন শেখ জামালের ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুলের। ১৪ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন তিনি। ২৫ উইকেট নিয়েছেন লিজেন্ডস অব রুপগঞ্জের ভারতীয় ক্রিকেটার চেরাগ জানি।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পয়েন্ট টেবিল :
দল ম্যাচ জয় হার পয়েন্ট রান রেট
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৪ ১২ ২ ২৪ ০.৫৩২
লিজেন্ডস অব রুপগঞ্জ ১৪ ১০ ৪ ২০ ০.৫১৪
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১৪ ৯ ৫ ১৮ ০.৯৮৯
আবাহনী লিমিটেড ১৪ ৮ ৬ ১৬ ০.১৪৩
রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ১৪ ৬ ৮ ১২ -০.০৭২
গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৪ ৬ ৮ ১২ -০.৬৫২