July 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 4th, 2022, 7:33 pm

‘কিল হিম’ সিনেমায় অনন্তর পারিশ্রমিক ৪০ লাখ

অনলাইন ডেস্ক :

যাকশনধর্মী ‘কিল হিম’ শিরোনামে ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল যে নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন। সুনান মুভিজ প্রযোজিত সিনেমাটির জন্য এই নায়ক পারিশ্রমিক নিচ্ছেন ৪০ লাখ টাকা। সিনেমাটির প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল গত শনিবার এফডিসিতে অনুষ্ঠিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন। মোহাম্মদ ইকবাল অনুষ্ঠানে দাবি করেন, ঢাকাই সিনেমার ইতিহাসে এই প্রথম প্রথম কোনও নায়ক ৪০ লাখ টাকা পারিশ্রমিক পাচ্ছেন। ‘কিল হিম’ সিনেমায় আফিয়া নুসরাত বর্ষা পারিশ্রমিক নিচ্ছেন ১০ লাখ টাকা। অনন্ত-বর্ষা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন মিশা সওদাগর, মাসুম পারভেজ রুবেলসহ অনেকেই। এ ছাড়া দেখা যাবে কলকাতার রাহুল দেবকে। অক্টোবরে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম পরিবশে এই সিনেমার দৃশ্য ধারণ শুরু হবে।