October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 2nd, 2022, 7:21 pm

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি কামরুল আহসানের ইন্তেকাল

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামরুল আহসান শাহজাহান ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। আজ সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
তিনি স্ত্রী, ৬ ছেলে, পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বাধর্ক্যজনিত কারণে নানা সমস্যায় ভুগছিলেন তিনি।
এর আগে, রোববার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামরুল আহসান শাহজাহানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

—বাসস