October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 8th, 2022, 7:40 pm

কী পাওয়ার জন্য ছুটছেন সাকিব?

অনলাইন ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বের এক নম্বর ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান প্রায়ই আলোচনায় উঠে আসেন। সম্প্রতি তেমনই ভাইরাল হয়েছে তাঁর পেইজ থেকে আপলোড করা ছোট্ট একটি ভিডিও ক্লিপ। কয়েক সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা যায় গহিন জঙ্গলে কিছু একটা ধরার জন্য ছুটছেন সাকিব। কিসের জন্য এবং কী পাওয়ার জন্য সাকিবের এই প্রাণপণ দৌড়, তাই নিয়েই আলোচনা এখন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ার অনেকেই ভিডিওটি শেয়ার করছেন এবং ক্যাপশনগুলোও বেশ মজার : ‘আবার কী হলো?’, ‘কই যাচ্ছে সাকিব?’, ‘টাইগার কি বাঘরে ধাওয়া করতেছে নাকি?’, ‘আর কত দৌড়াইবেন বস্?’ ইত্যাদি। ভিডিওর কমেন্ট সেকশনেও থাকছে ভক্তদের নানা রকম জিজ্ঞাসা ও অনুমাননির্ভর কমেন্টস। কিন্তু আসলেই কী হচ্ছে? আর এই ভিডিওর রহস্যই বা কী! এ ব্যাপারে জানার জন্য সাকিব আল হাসানকে ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি। সম্ভবত বিপিএল নিয়ে ব্যস্ততায় তিনি মোবাইল ফোন থেকে দূরে আছেন। মাঠের বাইরে সব সময়ই সাকিবকে দেখা যায় বেশ ফুরফুরে মেজাজে। তবে এবার কী এমন হলো অনেকেই বুঝে উঠতে পারছেন না। ক্রিকেট খেলার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সাথে সম্পৃক্ত আছেন এই অলরাউন্ডার। তবে কি এটি তাঁর নতুন কোনো ব্র্যান্ডের প্রচারণা? জানার অপেক্ষায় সকলেই।