September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 25th, 2023, 9:32 pm

কুড়িগ্রামে ট্রলির ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, চালক আটক

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় বাবা ও তার ৯ বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলির চালককে আটক করেছে।

রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চাঁদের বাজার নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত শিশু মাসুদ রানা (৯) ও বাবা একরামুল উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা।

আটক চালক মিলন বাবু পাশ্ববর্তী নাগেশ্বরী উপজলার এগারো মাথা এলাকার মোকছেদুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে শিশু মাসুদ রানা ও বাবা একরামুল বাইসাইকেল করে ঈদের মার্কেট করার জন্য ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় উপজেলার সদর ইউনিয়নের চাঁদের বাজার নামক স্থানে পৌঁছালে বাইসাইকেলের পিছনে ইট বোঝাই ট্রলিটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু মাসুদ রানা মারা যায় এবং তার বাবা মারাত্মক আহত হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান।

এদিকে বিকাল ৩টায় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বাবা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

—ইউএনবি