October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 15th, 2023, 9:58 pm

কুড়িগ্রামে নৌকা বাইচ, হাজারো মানুষের ভিড়

কুড়িগ্রামে ধরলা ব্রিজ পাড়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতু পাড়ে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এদিকে নৌকা বাইচ খেলা দেখতে দূর-দূরান্ত থেকে এসেছে নানান বয়সী ও বিভিন্ন পেশার মানুষজন।

খেলার আয়োজক কমিটি জানান, এ নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলা ও জেলার বাইরে বিভিন্ন স্থান থেকে প্রায় ২২টি নৌকা অংশ নেয়। তিনদিনব্যাপী এ খেলায় প্রথম পুরস্কার একটি মহিষ, দ্বিতীয় পুরস্কার গরু এবং তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি ফ্রিজ।

নৌকাবাইচ দেখতে আসা মো. ফেরদৌস মিয়া বলেন, দীর্ঘ সাত বছর পর নৌকা খেলা দেখতে পেলাম। হাজার হাজার মানুষের ভিড়ে এ খেলা দেখার মজাই আলাদা। আমি চাই প্রতি বছর এই নৌকা খেলা চালু হোক। গ্রাম বাংলার অতীত ঐতিহ্য আবার ফিরে আসুক।

মাধবরাম গ্রামের আয়শা বেগম বলেন, আমার পরিবারের সবাই মিলে নৌকা খেলা দেখতে এসেছি। খুব আনন্দময় একটা সময় কাটল। বাচ্চারাও খেলা দেখে দারুণ খুশি।

এ সময় আয়োজক কমিটির সভাপতি মো. ভজু মিয়া বলেন, গ্রাম বাংলার অতীত ঐতিহ্যকে ধরে রাখতে আমরা স্থানীয় লোকজন নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছি। টানা তিন দিন ধরে চলবে এ নৌকা বাইচ প্রতিযোগিতা।

—-ইউএনবি